নিরাপত্তার কারণে সফর বাতিল করা গর্মেন্টস মালিকদের জন্য অশনিসংকেত

নিরাপত্তার কারণে সফর বাতিল করা গর্মেন্টস মালিকদের জন্য অশনিসংকেত

না’গঞ্জ ৩৬০ গার্মেন্টস শিল্পে ৭ হাজার কোটি টাকা লোকসানের আশংকা

নিরাপত্তার কারণে সফর বাতিল করা গর্মেন্টস মালিকদের জন্য অশনিসংকেত গত সাত দিনের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাকান্ডের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা বাংলাদেশ সফর বাতিল করছেন। এছাড়া দেশে অবস্থানরত বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংগঠন ‘বায়ার্স ফোরাম’ পোশাকশিল্প মালিকদের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, সোমবার সকাল ১০টায় গুলশানে এইচঅ্যান্ডএম-এর কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে বায়ার্স ফোরামের মাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রোববার দুপুরে এইচঅ্যান্ডএম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রর্জার হুবার্ট নিরাপত্তার কারণ দেখিয়ে বৈঠক স্থগিত করার বিষয়টি বিজিএমইএকে জানায়। রর্জার বায়ার্স ফোরামের বৈঠকটি আয়োজনের দায়িত্বে ছিলেন। স্পেশাল বিদেশী ক্রেতাদের বৈঠক বাতিলে গার্মেন্টস শিল্পে অশনি সংকেত দেখা দিয়েছে। একদিকে অর্ডার বাতিল অন্যদিকে বিনিয়োগে ব্যাপক লোকসানের আশংকা করছেন গার্মেন্টস মালিকরা। বিদেশী ক্রেতাদের সফর বাতিলে শুধু মাত্র নারায়ণগঞ্জ গার্মেন্টস শিল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা লোকসানের আশংকা করছেন ব্যবসায়িরা। সম্প্রতি বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান গার্মেন্টস শিল্পে দুরবস্থা চলছে। এশিল্পকে টিকিয়ে রাখার আহবান জানান। এছাড়া বিদেশেী ক্রেতারা না আসায় গর্মেন্টসে লোকসানের  বিষয়টি নিশ্চিত করে বিকেএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম  জানান, বিদেশী ক্রেতারাদের বেঠক বাতিলে গার্মেন্টস শিল্পের জন্য কোন ভাল খবর নয়। এতে করে শুধুমাত্র নারায়ণগঞ্জে গার্মেন্টস শিল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা লোকসানের মূখে পড়তে পারে। তিনি জানান, বিদেশী পোশাক ক্রেতারা না আসার কারণে গার্মেন্টস শিল্পের ২০ থেকে ৩০ ভাগ   লোকসানের মূখে পড়তে হবে। গার্মেন্ট সেক্টরে প্রায় ২৬ বিলিয়ন ডলার রফতানী হয় তৈরি পোশাক। হিসেব মতো ৮০ টাকা করে প্রতি ডলারের মূল্য হলে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা আয় হয়। বায়ারদের বিমূখতায় শতকরা ২০ ভাগ কমে গেলে লোকসান দাড়ায় ৪১ হাজার ৬’শ কোটি টাকার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  নারায়ণগঞ্জের গার্মেন্টসের সংখ্যা হলো  ৩৬০টি। সে হিসেবে লোকসান দাড়ায় ৭হাজার ৪’শ ৪৪ কোটি টাকা। বিকেএমইএ’র ওয়েব সাইটের তথ্য মতে সারা দেশে তাদের নিবন্ধিত গার্মেন্টস মালিক রয়েছে ২০৩০ জন। মোহাম্মদ  হাতেম আরো জানান, ব্যবসায়িরা যখন গর্মেন্টস খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে  বিদেশী বায়রা তৈরি পোশাকে আকৃষ্ট হয়ে এদেশে আসার প্রস্তুতি নিচ্ছিল । ঠিক সে মূহুর্তে নিরাপত্তার কারণে সফর বাতিল করা গর্মেন্টস মালিকদের জন্য অশনিসংকেত। তিনি দাবি করেন সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করে পরিকল্পিতভাবে অঘটন ঘটাচ্ছে একটি মহল। বিজিএমইএর সহসভাপতি মো. ফারুক হাসান ও মাহমুদ হাসান খান বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘বায়ার্স ফোরামের বৈঠকে বিশ্বের বড় বড় ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। তবে সম্প্রতি ঘটে যাওয়া দুইটি ঘটনার কারণে দুই-একজন ক্রেতা প্রতিনিধিকে তাদের প্রধান কার্যালয় থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। তাই তারা বৈঠকে আসতে চান না।’ তিনি আরও বলেন, ‘বৈঠকে যেহেতু অনেক বিদেশি ক্রেতা একসঙ্গে হবেন সে জন্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই স্থগিত করেছে তারা। যদিও আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়টি তাদের নিশ্চিত করেছিলাম।’ ফারুক হাসান আরও বলেন, ‘ইতালিয় নাগরিক হত্যার পর আমরা কিন্তু সামলে উঠেছিলাম। তবে শনিবার জাপানিজ নাগরিক হত্যার পর বিষয়টি একটু জটিল হয়ে যায়। বায়ার্স ফোরামের বৈঠকটি স্থগিত হওয়াটা একটা ধাক্কাই বলা চলে। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই বৈঠক আয়োজন করা যায়। সম্ভব হলে এক-দুই সপ্তাহের মধ্যেই আমরা এটি করতে চাই।’

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment