বাজেট বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই: বিরোধী দলীয় চিফ হুইপ

আর্থিক খাতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭  অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রস্তাবিত ঘাটতি বাজেটের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে তাজুল ইসলাম বলেন, সীমিত সম্পদের এ দেশে সরকারকে ঘাটতি মেটাতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই বিশাল ঘাটতির বাজেট কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়েও অর্থমন্ত্রী কিন্তু তার বাজেট বক্তব্যে কোনো নির্দেশনা উল্লেখ করেননি।

তিনি বলেন, আমাদের অর্থমন্ত্রী চিরকাল স্বপ্নবিলাসী লোক। তিনি নিজেও এটা স্বীকার করেছেন। তাই আমরা ২০৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেখছি, যে টাকা দরকার তার ৬০ শতাংশ যোগান দেবে এনবিআর। রাজস্বের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে কীভাবে আমরা এই টাকা অর্জন করতে পারবো।
স্বাস্থ্যখাতের বরাদ্দ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না। স্বাস্থ্যের আরও অবণতির দিকে যাবে। তাই আমরা স্বাস্থ্যখাতে বরাদ্দের জন্য আবেদন জানাচ্ছি।

পাশাপাশি শিক্ষার মানের সমালোচনা করে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধিতে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের জন্য  কোনো সুখবর নেই। এমনকি বিনিয়োগ যে বাড়বে সে ধরনের কোনো পদক্ষেপও নেই।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় শেয়ার মার্কেটকে ফাটকাবাজি বলায় ক্ষোভ প্রকাশ করেন তাজুল ইসলাম বলেন, ফাটকবাজির অবসান হলে শেয়ারবাজার (জেগে) চাঙ্গা হয়ে উঠবে। কিন্তু কিভাবে শেয়ারবাজারের ফাটকাবাজির অবসান ঘটবে সেটা কিন্তু সুষ্পষ্টভাবে বলা হয় নাই। আর যদি তার অবসান ঘটাতে হয় তাহলে সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। কারণ লুটপাটের ব্যাপারে আমরা দেখেছি তদন্ত কমিটি হয়। কমিটি রিপোর্ট পেশ করে। কিন্তু সেই  লুটপাটের কোনো বিচার হয় না। ব্যাংকিং খাতে যে অনিয়ম হয়েছে তার কিভাবে নিরসন হবে, সেটাও কিন্তু নেই। বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে। সেটা বন্ধেও কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment