বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত জেল,মামলা, জরিমানা আদায়

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রসাশন ভ্রাম্যমান আদালত চালিয়ে চিকিৎসা সেবা নিয়ে প্রতারনা করার অভিযোগে এক ডেন্টিষ্ট সহ ২জনকে কারাদন্ড দিয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন ফার্মেসী, ডায়ানস্টিক সেন্টার ও হেলথ সেন্টার সহ ৬ প্রতিষ্ঠান ও স্বত্বাধিকারীকে সংশ্লিষ্ঠ আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কাজী মাহবুবুল আলম বুধবার (২৯জুন) বিকেলে এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার জব্বার মার্কেটে ডা. হাবিবুর রহমান নামের চিকিৎসকের সাইন বোর্ড টাঙিয়ে খান ডেন্টাল কেয়ার নামের একটি চেম্বার খুলে প্রাইভেট চিকিৎসা দিয়ে আসছেন এইচএসসি পাশ করা রেজাউল করিম (২৫)। তিনি দীর্ঘদিন ধরে এ চেম্বারে চিকিৎসা দেন বলে জানিয়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। রেজাউল নোয়াখালী জেলার ফকির উপজেলার মৃত হাবিবুল্লাহ’র ছেলে বলে জানান।
বাহারি চেম্বার সাজিয়ে দীর্ঘদিন পর্যন্ত রোগীদের সাথে প্রতারণা করে আসলেও গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার (২৯জুন) বিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় এক যুবতীকে ডেন্টাল চিকিৎসা দেয়া অবস্থায় তাকে হাতে নাতে ধরে আদালত। পরে প্রতারণা করবে না মর্মে অঙ্গীকার করে অপরাধ স্বীকার করায় মেডিক্যাল প্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিংন্ত্রণ ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩/২ ধারায় রেজাউলকে ২ মাসের সশ্রম কারাদন্ড দেয় এ আদালত। একই আইনে দি এভারগ্রীণ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক সাগর কান্তি মল্লিক (৫৫) কে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়। সাগর পটিয়া উপজেলার অলিরহাট এলাকার মৃত গোপাল চন্দ্র মল্লিকের ছেলে।
এছাড়া অভিযান চালিয়ে ফুলতল এলাকার রওশন হেলথ সেন্টারকে ৫হাজার টাকা, রোজ ফার্মেসীকে ৫হাজার টাকা, গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা ও এভারগ্রীণ ডায়াগনষ্টিক সেন্টারের ডেন্টিস টেকনিশিয়ান জালাল উদ্দীনকে ১০হাজার টাকা, মোটরযান আইনে সিএনজি এক টেক্সী চালককে ৫শত টাকা ও স্থানীয় সরকার ভূমি পুনরুদ্ধার আইনে সদরের এন জামান হোটেল থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করে আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম বলেন জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment