সিদ্ধিরগঞ্জে সাফা গার্মেন্টসে বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ পুলস্থ সাফা নীট ওয়্যার লিমিটেড এর শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে। গতকাল বুধবার সকালে শ্রমিকরা এ বিক্ষোভ করে। সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ার-৩ এ অবস্থিত এ কারখানায় ৩শ ৫০ জন শ্রমিক কাজ করছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুলস্থ সাফা নীট ওয়্যার লিটিটেড গার্মেন্টসটি অবস্থিত। এতে ৩শ’ ৫০ জন শ্রমিক কাজ করছে। গতকাল বুধবার ২৩ রজমান পর্যন্ত বেতন ও বোনাস না পাওয়ায় সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এসময় কারখানার প্রায় ৩ শতাধিক শ্রমিক বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা রোজা রেখে রোদের মধ্যে বিক্ষোভ করে কয়েক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। একাধিক শ্রমিক জানায়, সরকার ঘোষণার পরও আমরা গতকাল পর্যন্ত বেতন বোনাস পাইনি। ক’দিন পরেই ঈদ। তাছাড়া বেতন বোনাস না পেলে ঘরভাড়া ও অন্যান্য খরচ যোগানো সম্ভব হবে না। আমাদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানাচ্ছি। সাফা গার্মেন্টের কোন কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এসময় মালিক পক্ষের কয়েকজনকে শ্রমিকদের সাথে অশোভন আচরণ করতে দেখা গেছে। এ বিষয়েও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভ’ুক্তভোগীরা।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment