পেনাল্টি মিস,অবসর ঘোষণা মেসির, হতবাক বিশ্ব ফুটবল


কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারার পর অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। কিš‘ হঠাৎ করে তার এমন সিদ্ধান্তে হতবাক ফুটবল বিশ্ব।কোনোভাবেই মেনে নিতে পারছেনা তার ভক্তরা।
সোমবার কোপা ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারে আর্জেন্টিনা। টাইব্রেকারে পেনাল্টি মিস করেন মেসি। খেলার শেষে কান্নায় ভেঙে পড়েন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। পরে ঘোষণা করেন অবসরের সিদ্ধান্ত। যদিও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
পাঁচবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিয়োনেল মেসি। চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, আটবার লা লিগা-ও জিতিয়েছেন বার্সেলোনাকে। কিš‘ দেশের হয়ে বড় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে দেখা যায়নি সেই মেসির চমক, যা তাঁর ভক্তরা ক্লাব ফুটবলে দেখতে অভ্যস্ত। আর্জেন্টিনা শেষ বড় টুর্নামেন্ট জিতেছে ৯৩-এ, কোপায়। এ নিয়ে পরপর তিন বছর তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দলকে জেতাতে পারেননি মেসি। ২০১৪-য় জার্মানির কাছে অতিরিক্ত সময়ে বিশ্বকাপ ফাইনাল হারার পর গত বছরও চিলির কাছে কোপায় হার। তারপর এ বছর ফের পরাজয়। দলকে ভিক্টরি স্ট্যান্ডে দেখতে না পারার ব্যর্থতা কুরে কুরে খা”িছল মারাদোনার পর আর্জেন্টিনার সবচেয়ে বড় এই ফুটবল প্রতিভাকে। হয়তো সে কারণেই এদিনের পরাজয়ের পর তাঁর এই অবসরের সিদ্ধান্ত।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment