কাঁচপুরে ভেজাল সেমাই কারখানায় র‌্যাবের অভিযান

নারায়ণগঞ্জে দুটি সেমাই কারখানায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়েছে। সোমবার দুপুর থেকে বিকালসাড়ে ৪টা পর্যন্ত সোনারগাওঁয়ের কাঁচপুরে এবি ফুড ও এসএসএম ফুড এন্ড বেভারেজ কোম্পানীতে র‌্যাব ১১’র এএসপি নাঁিঁজম উদ্দিন সংঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। অভিযানিক দলে উপস্থিত ছিলেন, র‌্যার ১১’র এএসপি আলেপ উদ্দিন ও সোনারগাঁয়ের এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জাকারীয়াসহ ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্যরা।
এ সময় কারখানা দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে  মানব দেহের জন্য ক্ষতিকারক নি¤œমানের সামগ্রী দিয়ে ভেজাল সেমাই তৈরি ও বিএসটিআই এর অনুমতি না নিয়ে প্যাকেটের গায়ে বিএসটিআই এর নকল সিল ব্যবহার করাসহ পন্যের গায়ে নকল ব্যান্ড দিয়ে প্যাকিং এর অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জাকারীয়া এবি ফুডকে ১লাখ ৫০হাজার ও এসএসএম ফুড এন্ড বেভারেজ কোংকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও আদালত এবি ফুডে তৈরীকৃত বিপুল পরিমান খাদ্যসামগ্রী জব্দ করে ও এসএসএম ফুড এন্ড বেভারেজ কোং এর তৈরীকৃত সেমাই ধ্বংস করে।
অভিযান পরিচালনাকারী র‌্যাব ১১’র এএসপি নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এক শ্রেনীর অসাধু খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ীরা অস্বাস্থ্য কর ও নোংরা পরিবেশ, মানব দেহের জন্য ক্ষতিকারক নি¤œমানের ভেজালসামগ্রী দিয়ে অনুমোদন ছাড়াই অধিক মুনাফার আশায় ভেজাল সেমাই বাজারজাত করছে। এসকল অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করতে র‌্যাব কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment