টঙ্গীবাড়ীতে মসজিদ ভেঙ্গে সুইচ গেইট নির্মান

টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)সংবাদদাতা :
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের আলহেরা জামে মসজিদ গেঁয়ে খালের মধ্যে সুইচ গেইট নির্মান করায় মসজিদের মাটি সরে যাওয়ায় অনেক অংশে ফাটল ও ভেঙ্গে গেছে। এই ঘটনায় ওই মসজিদ কমিটি ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের সাথে কয়েকবার সংর্ঘষের আশংঙ্খা দেখা দিয়েছে। ¯’ানীয় ভাবে জানান উপজেলার আউটশাহী ইউনিয়নের কয়েকটি গ্রামের ফসল আবাদ ব্যহত হওয়ার করনে ই,জি,পির মাধ্যমে সিলিমপুর গ্রামের আলহেরা জামে মসজিদের পাশের খালের মধ্যে সুইচ গেইট ও বাঁলিগাও থেকে সুবচনী রাস্তার সিলিমপুর গ্রামে কালভাট নির্মানের কাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস গোলাম সারোয়ার।  সরকার এই দুটি কাজের জন্য ১কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ দেন। সুইচ গেইট নির্মানে বিভিন্ন অনিয়ম অভিযোগ করেন ¯’ানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটি। আলহেরা মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তি যুদ্বা গোলাম সারোয়ার লাভু শিকদার জানান সুইচ গেইটটি খালের মধ্যখানে  হওয়ার কথা কিš‘ ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন খালের উত্তর পাশের বাড়ী বাঁচানোর জন্য মোটা অংকের উৎকচ নিয়ে সুইচ গেইটটি খালের দক্ষিন পাশে আলহেরা মসজিদের সাথে ঘেঁষে নির্মান করে অতিরিক্ত মাটি খননের করনে মসজিদের মাটি সরে গিয়ে অনেক আংশে মসজিটি দেবে গেছে ও ফাটল দেখা দিয়েছে। একই ধরনের কথা বলেন ওই মসজিদের কমিটি ও ¯’ানীয় লোকজন। সম্প্রতি কিছু দিন পূর্বে এলাকার কনু শিকদার মসজিদ ভাংঙ্গনের বিষয় জানতে চাইলে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের লোক দেলোয়ারের সাথে মারামারি হয়। সুইচ গেইট ও কালভাট নির্মানের সভাপতি জাকির মেম্বার জানান মসজিদ আমাদের সবার উদ্বোধনের সময় আমি ছিলাম না সুইচ গেইটি একটু সরিয়ে দিলে ফাটল দেখা দিতনা। এই ব্যপারে বুধবার  উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান সুইচ গেইট ও কালভাট এই দুইটি কাজ আমাদের এখান থেকে ট্রেন্ডার হয়নি ঢাকা থেকে ই,জি,পির মাধ্যমে হয়েছে আমরা  শুধু তদারকি করি এছাড়া আমাদের কোন কাজ নেই বলে কথা এড়িয়ে যান।




About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment