সূত্রে জানা যায়, মানিককে সিটি কর্পোরেশনের ৪২টি প্রকল্পের প্রায় ৩০০’শ কোটি টাকা আতœসাতের মামলায় বুধবার রাতে বাসানটেক থানায় আটক হয়। মানিক গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বর্তমান চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের ভাগিনা হিসেবে তৎকালীন স্থাণীয় এমপি মাহবুবুর রহমানের সুপারিশে সাবেক বানিজ্য উপদেষ্টা বরকত উল্যাহ বুলুর সহযোগিতায় চাকুরী পেয়ে ঢাকা সিটি কর্পোরেশনে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার সাথে যোগসাজশ করে ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন দোকান, মার্কেট, বাড়ির নকশা, দাগ, খতিয়ান অবৈধ ভাবে পরিবর্তন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে নানাহ দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িত বলে জানা যায়।
উল্লেখ্য মানিক নিজ জেলার চৌমুহনীর ব্যবসায়ী মো ঃ বেল্লাল হোসেন কে মার্কেট দিবে বলে তার কাছ থেকে ৫ কোটি টাকা নেয়। দীর্ঘদিনেও মার্কেটের ব্যবস্থা না হওয়ায় বেল্লাল মানিকের কাছে টাকা ফেরত চায়। এতে মানিক ক্ষুব্দ হয়ে বেল্লালকে হত্যার হুমকি দেয়। মানিকের নিজ উপজেলা চাটখিলে হলেও সে পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ির পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। মানিকের গ্রামে গেলে সাংবাদিকদের লোকজন জানান- মানিক এলাকায় আসলে নানাহ ভাবে দান অনুদান দিয়ে থাকেন। যা দেখে অনেকেই হতবাক! বেতন কত ?
জানা যায়, মানিকের বর্তমান ব্যবসায়ীক পার্টনার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো ঃ মান্নান।

0 comments :
Post a Comment