র‌্যাব-১১ হাতে প্রাইভেটকার ও ১২০ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


৩০ জুন  র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল মেজর  মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ১২০ কেজি গাজাঁসহ গ্রেফতার করেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্ত হতে পাচারকৃত মাদকদ্রব্য কেনা-বেচার জন্য শাসনগাছা-বুড়িচং র“টগুলো মাদকদ্রব্য চোরাচালান সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১১, কুমিল্লার সদস্যগণ বেশকিছু দিন যাবৎ  উক্ত র“টগুলোতে নজরদারী রেখে আসছিল। ইতোমধ্যে র‌্যাব-১১, কুমিল্লা জানতে পারে উল্লেখিত সময়ে সীমান্ত হতে গাজাঁর একটি বড় চালান কোতয়ালী থানাধীন লোহাইমুড়ি সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে দেশের বিভিন্ন ¯’ানে পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ বিল্লাল হোসেন (২৪), পিতা-মোঃ আবুল বাশার, সাং-হলুদিয়া, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রামকে ১২০ কেজি গাজাঁ ও মাদকবাহী একটি প্রাইভেটকার (টয়োটা যার নং-ঢাকা মেট্রো-গ-২৭-৩৭০৮)সহ কোতয়ালী মডেল থানাধীন লোহাইমুড়ি গ্রাম¯’ লোহাইমুড়ি ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে হাতে নাতে আটক করে।

 ধৃত আসামী মোঃ বিল্লাল হোসেন (২৪) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্ত এলাকা হতে বিভিন্ন সময়ে গাজাঁ, বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ইত্যাদি মাদকদ্রব্য পাচার করে দেশের বিভিন্ন ¯’ানে মাদক ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যব¯’া গ্রহণ প্রক্রিয়াধীন।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment