নূর মোহাম্মদ রবিউল , কুষ্টিয়া ।।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল বলেছেন- সাংবাদিকদের ঐক্য, অধিকার এবং সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে কুষ্টিয়াসহ সারাদেশে অনেক সংগঠন হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তাই গতকাল মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজিআরএফ) কুষ্টিয়ার উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুষ্টিয়ায় সাংবাদিক অধিকার ফোরাম এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সন্ধায় পুলিশ লাইন পুনাক ফুড পার্কে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজিআরএফ) কুষ্টিয়া সভাপতি নুর আলম দুলালের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল বলেন,সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের মর্যাদার সমান। এ জেলায় গত প্রায় এক যুগ সরকারী দায়িত্বপালন করে চলেছি। খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত অনেক সাংবাদিকের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তা থেকে আমার মনে হয়েছে এখানকার সাংবাদিকরা অনেক কর্মঠ । তিনি বলেন, একজন নির্ভিক সাংবাদিকের কোন বন্ধু নেই। তিনি যা দেখেন তাই লেখেন। সংবাদের বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্বারোপ করে একজন সাংবাদিকের সংবাদ পরিবেশ করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী বলেন, অনেক জেলায় দায়িত্বপালন করেছি। মাত্র কয়েক মাস হয়েছে এ জেলায় যোগদান করেছি। তার মধ্যে অনেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আজকের এই অনুষ্ঠানে এসে মুগ্ধ হয়েছি এখানকার উপস্থিতিতে আন্তরিকতা, আতিথিয়তা দেখে। সাংবাদিকরা জাতির বিবেক, তাদের চোখ সাধারণ মানুষের চোখের চাইতে একটু ভিন্ন। কেননা সাধারণ মানুষ একটি ঘটনাকে যে ভাবে দেখেন, তারা সে ভাবে দেখেন না। তাদের দেখা ও অনুভবটা অন্যরকম, অনেক গভীরে। তিনি বলেন, সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার নেতৃবৃন্দ আগামীতে জেলার আইনশৃংলা আরও উন্নতিতে জেলা পুলিশকে সহযোগীতা করবে এমন প্রত্যাশা রইল।
অপর বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি ও আজকের আলোর সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুব, দৈনিক সময়ের কাগজ’র সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া প্রেসকাবের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু, এনএনবির জেলা প্রতিনিধি রেজাউল করিম ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মুকুল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি এম জুবায়েদ রিপন, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আ ফ ম নুরুল কাদের, পাখি পর্যবেক ও সাংবাদিক অধিকার ফোরামের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এস আই সোহেল, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার নির্বাহী সম্পাদক আলী হায়দার, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ভিজা, সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সিফাত সাইদী, ফ্রি ল্যান্স সাংবাদিক ইব্রাহীম খলিল, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার ও এস এ টিভির ক্যামেরাপার্সন হাবিবুর রহমান হাবিব, কম্পিউটার অপারেটর আব্দুর রহমান, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন কোহিনুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত ও প্রশিণ বিষয়ক সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আশরাফ আলী।
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment