বিএনপিকে শক্তিশালী করতে খোকা-আব্বাস আউট, তাবিথ-সালাম ইন

কেন্দ্রীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে মহানগর কমিটিকে দুই অংশে ভাগ করার কথা ভাবছে বিএনপি। এর ফলে ঢাকা উত্তরে নেতৃত্ব দেবেন তরুণ তাবিথ আউয়াল এবং দক্ষিণের নেতৃত্বে দেবেন অভিজ্ঞ আব্দুস সালাম, এমনটাই শোনা যাচ্ছে। বাদ পড়ছেন খোকা-আব্বাস। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া এ বিষয়ে ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন।
২০১৪ সালের জুলাইয়ে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিবুন্নবী সোহেলকে সদস্য সচিব করে ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু দায়িত্ব নেয়ার পর পরই প্রায় আত্মগোপনে চলে যান আব্বাস। চাঙা হওয়ার বদলে নানা দ্বন্দ্ব-সংঘাতে নিষ্ক্রিয় হয়ে পড়ে বিএনপি।
রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে না পারার কারণ হিসেবে মহানগর নেতৃত্বের ব্যর্থতাকে বড় করে দেখছেন দল প্রধান খালেদা জিয়াও। আর সেই হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে মহানগর কমিটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি।
মহানগর বিএনপিকে দুই অংশে ভাগ করা গেলে ঢাকায় বিএনপি শক্ত ভিত তৈরি করতে পারবে বলে মনে করেন জ্যেষ্ঠ নেতারা। এ বিষয়ে ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তারা। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment