‘জঙ্গিবিরোধী অভিযানের নামে ১৬ হাজার সাধারণ মানুষ গ্রেফতার করেছে’ সরকার

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গিবিরোধী অভিযানের নামে ঈদের আগে ১৬ হাজার সাধারণ মানুষকে গ্রেফতার করেছে। এরমধ্যে তাদেরই হিসাব মতে ১৮০ জন জঙ্গি আর ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী বাদে বাকি সবই সাধারণ মানুষ। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি’র দলীয় নেতা কর্মীরা ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায়  ঠাকুরগাঁও জেলা বিএনপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন , আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পা”িছ , মূল সমস্যা অর্থাৎ জঙ্গি দমনের দিকে মনোযোগ না দিয়ে সরকার অগণতান্ত্রিকভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার কাজ করছে। তিনি বলেন , এই পবিত্র রমজানে আমরা এই দোয়া করি যেন দ্রুত এই দুঃশাসনের অবসান ঘটে।
বিএনপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপ¯ি’ত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তৈমুর রহমান , সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুসহ বিএনপি ও অংগ-সংগঠনের তৃণমুল নেতা-কর্মীরা।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment