সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত : ইউনিসেফ

সিরিয়ার পূর্বাঞ্চলের একটি ব্যস্ততম শহরে বিমান হামলায় ২৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সং¯’া বা ইউনিসেফ।
সিরিয়াতে অব¯’ানরত পরিদর্শনকারীদের বরাত দিয়ে ইউনিসেফ জানিয়েছে, সিরিয়ার দিয়ের আল-জোর প্রদেশের আল-কুরিয়া শহরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করেছে। ঐ অঞ্চলটি এখনো আইএস নিয়ন্ত্রিত।
সিরিয়ার মানবাধিকার সং¯’া জানিয়েছে, আল-কুরিয়াতে সিরীয় কিংবা রুশ বাহিনী শনিবার এই বিমান হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন মানুষ মারা গেছে।
উল্লেখ্য, সিরিয়ার দিয়ের আল-জোর প্রদেশের সাথে আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কা ও ইরাকের সংযোগ রয়েছে। সিরীয় সরকার বাহিনী ও মিত্র রুশ বাহিনী সাধারণ তাদের উপর হামলা চালা”েছ।
সূত্র : রয়টার্স।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment