দেশ থেকে দেশান্তরে রাসুল’র (সা.) আদর্শের সৈনিক সৃষ্টির করতে হবে- আল্লামা জুবাইর

প্রেস বিজ্ঞপ্তি: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জননেতা আল্লামা অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-  পবিত্র কোরআন এবং সুন্নাহ’র মতাদর্শে ঐতিহাসিক বদরের চেতনায় উজ্জিবীত হয়ে মাঠে-ময়দানে কাজ করতে হবে। সমাজ, গ্রাম, দেশ থেকে দেশান্তরে রাসুল’র (সা.) আদর্শের সৈনিক সৃষ্টির করতে হবে। তিনি বলেন- ইসলামের চির শত্রু ইহুদীবাদের মদদপুষ্ট ওহাবী-নজদী ও মওদুদী-জামায়াতিরা ঈমান-আক্বিদা ধ্বংসের বিভিন্ন পায়তারা ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এমন দূর্যোগে মুজাদ্দিদে জামান আশেকে রাসুল (সা.) আল্লামা গাজী ইমাম শেরে বাংলা’র (র.) মহান আদশে বলীয়ান হয়ে মুনাফিক চক্রের মুকাবিলা করতে হবে। কোন ভাবেই সমাজে ইহুদীবাদের মদদপুষ্ট ওহাবী-নজদী ও মওদুদী-জামায়াতিদের সুযোগ দেয়া যাবেনা বরং তাদেরকে সমাজ-দেশ-রাষ্ট্র থেকে শুরু করে সর্ব জায়গায় বয়কট করে প্রতিহত করতে হবে। তবেই দেশ থেকে ক্রমাগত জঙ্গি-সন্ত্রাসবাদের বিস্তৃতি বন্ধ হবে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আগ্রাসী ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের লক্ষে বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম, নবী-রাসুল (সা.) তথা শান্তির প্রতিক অলী-আওলিয়াদের আধ্যাতœীক কর্মমূখী জীবন ব্যবস্থা সংযোজন করার দাবী জানান। গত ১৭ রমজান বৃহস্পতিবার ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভা কমিটির আয়োজনে আরাকান সড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত কিয়ামুল লাইল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি মাওলানা ওবাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, কেন্দ্রীয় নেতা এম সোলায়মান ফরিদ, ইসলামিক ফ্রন্ট পৌর সভাপতি অধ্যাপক মাওলানা ইালয়াছ সিকদার, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা কাদেরী, ফ্রন্ট নেতা মাওলানা খ ম মোজাম্মেল হক কাদেরী, মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী, সেনা নেতা খুরশেদ আলম, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মুহাম্মদ ইদ্রিস সওদাগর, নুর মোহাম্মদ প্রমূখ।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment