নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন,বিএনপি মেনে নেবে: খালেদা

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যে রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে বিএনপি তাদের মেনে নেবে বলে সরকারকে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এ্যাবের আহবায়ক কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা’র সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ¯’ায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
খালেদা জিয়া বলেন, সরকারকে বলতে চাই, অনেক হয়ছে। এবার ছাড়ুন। গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন। তাই ব্রিটেনের দিকে দেখুন। আপনারা ব্রিটেনকে ফলো করেন । ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ওই নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় না বসিয়ে যদি অন্য কোন দলকে বসায় তাহলে আমরা তাদের মেনে নেবো।
তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন কৃষিখাতে অনেক উন্নতি করেছি। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ক্ষেত্রে দলীয়করণ করে সব ধ্বংস করে দিয়েছে। আর এজন্য তারা ‘সরকার’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ভালো কর্মকর্তাদের বাদ দিয়েছে। কারণ তারা বিএনপির সমর্থক বলে।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সরকারের অবহেলার কারণে দেশের কৃষি জমি কমে যা”েছ। এছাড়া কৃষি জমির মাটিও নষ্ট হয়ে যা”েছ। কারণ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কোন গবেষণার সুযোগ নেই। আর এজন্য দায়ি বর্তমান সরকার। তারা ধানের উৎপাদনের কথা চিন্তা করে ধানের দাম নির্ধারণ করতে পারতেন। কিš‘ তারা ‘সরকার’ সেটা করেননি।
বেগম জিয়া বলেন, কৃষকদের উৎপাদন খরচও উঠে না। কিš‘ এদিকে সরকারের কোন নজর নেই। অথচ ক্ষমতায় আসার আগে তারা ‘আওয়ামী লীগ’ অনেক কথাই বলেছিলেন। তারা ‘আওয়ামী লীগ’ বলেছিল ক্ষমতায় আসলে জনগণকে ১০ কেজি টাকায় চাল খাওয়াবে। কিš‘ তারা একথা রাখতে পারেন নাই। শুধু তা নয়, কোন কথাই তারা রাখতে পারেন নাই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশকে আমরা কৃষি প্রধান দেশে করবো। আর এজন্য কৃষি ওপর আলাদাভাবে গবেষণা ও উৎপাদনের ওপর জোর দেয়া হবে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment