হাইওয়ে পুলিশের ‘চাঁদাবাজি’ সরাইল ট্রাক চাপায় নিহত- ৩

ব্রাহ্মণবাড়িয়া থেকে মো: মাফুকুর রহমান জ্যাকি॥
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মালবাহী ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সাধারণ সম্পাদক আলী আজম (৪০) ও সদস্য শাহজাহান মিয়া (৫০)। তারা তিনজনই জেলা শহরের ঘাটুরা এলাকার বাসিন্দা। স্থানীয়রা অভিযোগ করে জানান, বেলা সোয়া ১১টার দিকে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল ‘চাঁদাবাজি’ করার উদ্দেশ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক এলাকায় একটি পাথরবোঝাই ট্রাককে থামার সংকেতে দেয়। ট্রাকটি না থামলে পুলিশের এক সদস্য তার হাতের লাঠি ছুঁড়ে মারে। এতে লাঠিটি ট্রাকের সামনে থাকা অপর একটি মোটরসাইকেলের চাকায় আটকে যায়। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছন দিক থেকে ওই ট্রাকটি মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। এর ফলে মহাসড়কের দু’পাশের কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সরাইল ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে।
এদিকে, জেলা ট্যাংক লরি মালিক সমিতির তিন নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণাবড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় অবরোধ সৃষ্টি করেছে সংগঠনের নেতৃবৃন্দ। এর ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর প্রায় ২টার দিকে যান চলাচল শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment