গত বছর তার বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলার কারণে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এই মামলা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতেই তিনদিন ইতেকাফ করে আল্লাহর কাছে বিশেষ সাহায্য কামনা করবেন আয়ান আলী। একই সঙ্গে শেষ দশদিন অসহায়-গরিবদের জন্য ইফতার ও সেহরির আয়োজন করবেন এবং নিজেও তাদের সঙ্গে ইফতার ও সেহরি করবেন।
সূত্র জানায়, আয়ান আলী রমজানের শেষ দশদিনই ইতেকাফ করতে চাইছিলেন। কিš‘ মামলাজনিত কারণে প্রায়ই বাইরে যেতে হয় বলে তিনদিন নফল ইতেকাফ করার সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ, গত বছরের ১৪ মার্চ অবৈধভাবে পাঁচ লাখ মার্কিন ডলার নিয়ে দুবাইগামী প্লেনে ওঠার সময় ইসলামাবাদে গ্রেফতার হন তিনি। পরে ১৬ জুলাই জামিনে মুক্তি পান আয়ান আলী।অর্থপাচার মামলা থেকে ¯’ায়ী মুক্তির আশায় নফল ইতেকাফে বসার মানত করেছেন পাকিস্তানের
সূত্র জানায়, আয়ান আলী রমজানের শেষ দশদিনই ইতেকাফ করতে চাইছিলেন। কিš‘ মামলাজনিত কারণে প্রায়ই বাইরে যেতে হয় বলে তিনদিন নফল ইতেকাফ করার সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ, গত বছরের ১৪ মার্চ অবৈধভাবে পাঁচ লাখ মার্কিন ডলার নিয়ে দুবাইগামী প্লেনে ওঠার সময় ইসলামাবাদে গ্রেফতার হন তিনি। পরে ১৬ জুলাই জামিনে মুক্তি পান আয়ান আলী।অর্থপাচার মামলা থেকে ¯’ায়ী মুক্তির আশায় নফল ইতেকাফে বসার মানত করেছেন পাকিস্তানের



0 comments :
Post a Comment