জামিন পেয়ে এলাকায় ফিরেছে কাউন্সিলর বাদল

 জামিন পেয়ে এলাকায় ফিরেছে কাউন্সিলর বাদল

জামিন পেয়ে এলাকায় ফিরেছে কাউন্সিলর বাদল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আইনী মোকাবেলা করে সকল মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘ ১৬ মাস পর এলাকায় ফিরেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক শাহজালাল বাদল। গতকাল সোমবার নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হয়ে সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নায়াআটি মুক্তিনগর এলাকায় নিজ বাস ভবনে পৌছলে বাদলকে দেখার জন্য এলাকার হাজার হাজার নারী পুরুষ ভির জমায়। ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে অভিনন্দন স্বাগত জানায় বাদল সমর্থকরা। এসময় কাউন্সিলর বাদলের বাড়ীতে দেখা দেয় আনন্দ উল্লাস। মা-বাবার সাথে দেখা করে কান্নায় ভেঙ্গে পড়েন বাদল। পরে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বাদল বলেন, আপনাদের সকলের দোয়া আশির্বাদে আমি আপনাদের মাছে ফিরে এসেছি। আজ আপনাদের উপস্থিতি দেখে আমি উপলদ্ধি করতে পেরেছি আপনারা আমাকে কত ভালবাসেন। একটি মহলের ষড়যন্ত্রে মিথ্যা মামলার আসামি হয়ে আমি আপনাদের কাছ থেকে সাময়িক ভাবে দূরে ছিলাম। আমি কথা দিচ্ছি আমার চাচা আলহাজ্ব নূর হোসেন আপনাদের বিপদে আপদে যে ভাবে পাশে দাড়িয়ে সহায়তার হাত বারিয়ে দিয়েছে আমিও ঠিক তেমনি ভাবে আপনাদের পাশে আছি এবং থাকবো। পরিশেষে বাদল সকলের দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে তার নির্বাচিত এলাকার প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে শুভেচ্ছা বিনিময় করার ঘোষনা দেন। এসময় উপস্থিত লোকজন তার ঘোষনাকে অভিনন্দন জানায়।

উল্লেখ্য,বহুল আলোচিত হত্যা কান্ডের পর নূর হোসেনের আপন ভাতিজা নাসিক নং ওয়ার্ড কাউন্সিলর বাদলের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেফতার এড়াতে বাদল আতœগোপন করে। পরে গত মাস দেড়েক আগে বাদল নারায়ণগঞ্জ আদালতে আত্বসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। আইনী ভাবে মোকাবেলা করে একে একে সব মামলায় জামিন পেয়ে গতকাল জেল হাজত থেকে বের হয়ে নিজ বাড়ীতে প্রবেশ করেন বাদল।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment