সিদ্ধিরগঞ্জে ৪ ছিনতাইকারী গ্রেফতার , দ্রুতবিচার আইনে মামলা দায়ের
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সোমবার রাত ৯ টায় নারায়ণগঞ্জ-আদমজী শিমরাইল সড়কের আটি এলাকার রংধনু সিনেমা হলের সামনে ছিনতাই করার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, শিমরাইল মোড়স্থ সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের জমিতে বসবাসরত হুমায়ুন কবির বকুলের ছেলে হযরত আলী ইমন (১৮), হীরাঝিল ৪ নং গলির বাসিন্দা কুমিল্লা জেলার বুড়িচং থানার চান্দিনা গ্রামের জহিরুল ইসরামের ছেলে মোহাইবুল ইসলাম (১৭), হীরাঝিল ৭ নং গলির বাসিন্দা নোখালী জেলার মাইজদী থানা সদরের হাজী মোঃ আবুল কালামের ছেলে কামরুজ্জামান (১৭) ও হীরাঝিল ৩ নং গলির বাসিন্দা চাঁদপুর জেলার হাইমচর থানার সাদুল্লাপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে শান্ত (১৭)। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ২০০২ এর সংশোধনী ২০০৪ এর ৪/৫ ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৩৩) দায়ের করা হয়েছে।

0 comments :
Post a Comment