স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন আনলো ওয়ালটন

স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন আনলো ওয়ালটন

স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন আনলো ওয়ালটননানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। এর ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে নিয়ে এসেছে স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন দু’টি স্মার্টফোন ‘প্রিমো ডিসিক্স’ ও ‘প্রিমো এইচফোর’। প্রিমো ডিসিক্সের দাম মাত্র ৪ হাজার ১৯০ টাকা এবং এইচফোরের দাম পড়বে ৮ হাজার ৭৯০ টাকা। প্রিমো এইচফোর: অ্যান্ড্রয়েডের নতুন ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৫.০ ইঞ্চি এইচডি (১২৮০ বাই ৭২০ রেজ্যুলেশন) স্ক্রিনের ডিসপ্লে। হাতের পাঁচ আঙুল পরিচালনার মাল্টি টাচ সুবিধার এই স্মার্টফোনটির ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস।প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা। ফলে সেটটিতে অনেক বেশি ভিডিও, ছবি, মিউজিক, অ্যাপস প্রভৃতি সংরক্ষণ করা যাবে।ছবি তোলার ক্ষেত্রে প্রিমো এসফোর স্মার্টফোনের ক্যামেরাটি নানা ফিচার সমৃদ্ধ। এর রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা সিমস সেন্সর সমৃদ্ধ এবং রেয়ার-ফ্রন্ট উভয় ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধা। রেয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফ্রন্টে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা রয়েছে।
প্রিমো ডিসিক্স: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত প্রিমো ডিসিক্স স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স ব্যবহৃত হয়েছে মালি ৪০০। মেমোরির ক্ষেত্রে রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম, ইন্টারনাল মেমোরি ৪ গিগাবাইট, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত। প্রিমো ডিসিক্স স্মার্টফোনটিতে ক্যামেরার ক্ষেত্রে রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা। ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটিতে অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক, ভিডিও কলিং, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, জিপিএস সুবিধা, ১৫৫০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি সুবিধা।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment