থানাহাজতে ১১ মাসের শিশু রয়েল
ওসি ও এটিএসআইকে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশ
ঝিনাইদহ প্রতিনিধি : জেলার মহেশপুর থানাহাজতে ১১ মাসের শিশু রয়েলকে ১৯ ঘণ্টা আটক রাখার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহীন ও এটিএসআই আমির হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে এ নির্দেশ দেন। আদালতের নাজির মো. সোহেল এ খবর নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার মহেশপুর উপজেলার কুরিপোল গ্রাম থেকে ১৬ সেপ্টেম্বর রাতে একই উপজেলার আলাইপুর গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী লিপি খাতুন এবং তার ১১ মাসের শিশুপুত্র রয়েলসহ চারজনকে মহেশপুর থানা পুলিশ আটক করে। আটকদের মহেশপুর থানাহাজতে রাখা হয়। এ খবর সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন।
আদেশে তাদের বিরুদ্ধে কেন ফৌজদারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না— এরও কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
0 comments :
Post a Comment