শ্রমিক অসন্তোষ রোধে যথাসময়ে বেতন পরিশোধের ব্যাবস্থা করতে শিল্প পুলিশ সোচ্চার- এসপি শামীম

শ্রমিক অসন্তোষ রোধে যথাসময়ে বেতন পরিশোধের ব্যাবস্থা করতে শিল্প পুলিশ সোচ্চার- এসপি শামীম
শ্রমিক অসন্তোষ রোধে যথাসময়ে বেতন পরিশোধের ব্যাবস্থা করতে শিল্প পুলিশ সোচ্চার- এসপি শামীম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতন ভাতা না পেলে, শিল্প পুলিশকে অবগত করানোর আহবান জানিয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ- এর এসপি মোঃ শামীনুর রহমান শামীম বলেন, শিল্প উদ্যোক্তা শ্রমিকদের মধ্যে সেতু বন্ধন গড়ে না উঠলে পাদন বৃদ্ধি সম্ভম না। গার্মেন্টসসহ সকল শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রনে অন্তরিকতার সাথে পুলিশ কাজ করছে। শিল্প প্রতিষ্ঠান মালিকরা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করছে কিনা, বেতন নিয়ে বাড়ী ফিরার পথে শ্রমিকরা যেন ছিনতাইকারীর কবলে না পরে, সে জন্য জোরদার ব্যাবস্থা গ্রহন, ঈদে আইনশৃঙ্খলা যানজট নিরসনে জেলা পুলিশের সাথে শিল্প পুলিশের ১০০ সদস্য দায়িত্ব পালন করছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী  ইপিজেড অভ্যান্তরে শিল্প পুলিশ কার্যালয়ের হল রোমে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেতন ভাতার দাবিতে শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ প্রতিরোধ, শ্রমিকদের কল্যাণে কি উদ্যোগ গ্রহন করা হয়েছে, তা তুলে ধরতে শিল্প পুলিশের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার শামীম আরো বলেন, শিল্প পুলিশ যে ভাবে অন্তরিকতার সাথে কাজ করছে, তাতে নারায়ণগঞ্জে বেতন ভাতার জন্য শ্রমিকদের আন্দোলন বা রাস্তায় নামতে হচ্ছে না। বর্তমানে শ্রমিক অসন্তোষ নেই বললেই চলে। শ্রমিক অসন্তোষ, বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ আইনশৃঙ্খলার অবনতি প্রতিরোধে  সোচ্চার রয়েছে শিল্প পুলিশ। মালিকরা যেন যথা সময়ে বেতন পরিশোধ করে পুলিশ সে দিকেও নজর রাখছে। কোন প্রতিষ্ঠান সময় মত বেতন ভাতা পরিশোধ না করলে অন্দোলন সংগ্রাম না করে পুলিশকে জানানোর জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি। পুলিশ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিক পক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। শ্রমিক অসন্তোষ প্রতিরোধে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর, জহির, ডেপুটি এসিস্টেন্ট ডিরেক্টর আহমেদ নাছির উদ্দিন মোহাম্মদ কাঁপুর জোনের রায়হানসহ প্রমুখ।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment