ঈদ উপলক্ষে মহাসড়কে ৩ স্থরের নিরাপত্তা ব্যাবস্থা, শিমরাইল মোড়ে ওয়াচ টাওয়ার উদ্বোধন কালে -পুলিশ সুপার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, আসন্ন
ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি রোধ, অজ্ঞান পার্টি ও যানজট মুক্ত রাখতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তিনি গতকাল সোমবার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের
শিমরাইর মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে ওয়াচ টাওয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এসময় তিনি আরো বলেন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাইকারী চাঁদাবাজরা যাত্রীদের কোন ধরণের ক্ষতি করতে না পারে সেজন্য ওয়াচ টাওয়ারের মাধ্যমে ৫ কিলোমিটার রাস্তা পর্যাবেক্ষণ করা হবে। যাত্রীদের সচেতন করার লক্ষ্যে পুলিশ সুপার নিজেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলচলরত বিভিন্ন পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাঝে লিফল্যাট বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশের নজরধারী বাড়ান।এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত
পুলিশ সুপার মহিদুল ইসলাম খান, মোখলেছুর
রহমান ও মোঃ জাকারিয়া, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক)
বদরুল আলম, সিদ্ধিরঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্ল্যাহ, ট্রাফিক ইন্সপেক্টর মোল্ল্যা তাসলিম হোসেন প্রমুখ।


0 comments :
Post a Comment