কারাবাস ১২ দিন বাড়ল
নূর হোসেন বলেন ‘সরকার আমাকে দেশে নিচ্ছে না ভয়ে ’
কলকাতা প্রতিনিধি : দেশে ফিরে সাত খুনের মামলা লড়তে চাইলেন নূর হোসেন। আর বারাসত আদালত আরও ১২ দিন কারাবাসের মেয়াদ বাড়িয়ে দিয়েছে তার।
দেশে ফেরত পাঠাতে সোমবার নূর হোসেনের বিরুদ্ধে অনুপ্রবেশকারী মামলা প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের করা আবেদনের ওপর শুনানি ছিল।
পুলিশ ভ্যানে বসে নারাণগঞ্জের সাত খুনের প্রধান অভিযুক্ত নূর হোসেন বলেন, ‘আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই। আমিতো বলেছি, সরকার আমাকে দেশে নিক, কিন্তু ভয়ে নিচ্ছে না। আমি দেশে গিয়ে মামলা লড়ব।’
২০ আগস্ট বারাসত আদালতে নূর হোসেনের বিরুদ্ধে পুলিশের আনা ভারতের বিদেশ আইনের ধারা তুলে নেওয়ার পিটিশন জমা পড়ে। তখন বারাসত আদালতের জ্যেষ্ঠ আইনজীবীরা ওই ধারা তুলে নেওয়ার পিটিশনের বিরুদ্ধে শুনানির আবেদন করেন। সোমবার এ বিষয়ে শুনানির হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা হয়নি। বরাসত আদালত শুনানির জন্য ৩ অক্টোবর দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনসহ তিনজনকে গেল বছর ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ। ওই বছরের ১৮ আগস্ট তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে বারাসত আদালতে।
0 comments :
Post a Comment