সিদ্ধিরগঞ্জে পশুর হাটে লুটপাটের ভয় না থাকায় স্বস্তিতে শেয়ার হোল্ডাররা -আবদুল মতিন প্রধান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার অস্থায়ী পশুর হাটের দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রতি বছরই হাট থেকে লাখ লাখ টাকা লুটপাট করার অভিযোগ থাকলেও চলতি বছর এ হাটের দায়িত্বে রয়েছেন সাবেক পৌর প্রশাসক আলহাজ¦ আবদুল মতিন প্রধান। তিনি এ হাটের দায়িত্ব নেয়ায় এ হাট থেকে লুট পাটের ভয় না থাকায় হাটের শেয়ার হোল্ডাররা স্বস্তিতে রয়েছে। গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার বাদশা মিয়ার মাঠে আয়োজিত অস্থায়ী পশুর হাটে গিয়ে একাধিক শেয়ার হোল্ডারদের সাথে কথা বললে শেয়ার হোল্ডাররা তাদের এ স্বস্তির কথা জানায়। এসময় শেয়ার হোল্ডাররা গত কয়েক বছর ধরে হাটের নিয়োজিত কর্মকর্তরা লাখ লাখ টাকা হাতিয়ে নিলে শেয়ার হোল্ডাররা কিছুই পেত না বলেও জানায়। এ বছর এ ধরনের কোন আশংকা না থাকায় স্বস্তিতে শেয়ার হোল্ডাররা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে।
জানা যায়, কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতি বছরই সিদ্ধিরগঞ্জের ওমরপুর-আইয়ুব নগর এলাকায় অস্থায়ী পশুর হাট বসে। প্রতি বছরই এ হাটের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা লাখ লাখ টাকা হাতিয়ে নিলে শেয়ার হোল্ডাররা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা সমাজের উচু স্তরের থাকায় তাদের বিরুদ্ধে কেউ টু শব্দটি করত না। কিন্তু চলতি বছর এর ব্যতিক্রম দেখা গেছে। এ বছর সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় বাদশা মিয়ার বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসেছে। হাটের ইজারার দায়িত্বে রয়েছেন বদুর উদ্দিন শেখ। লুটপাটের অভিযোগের কারণে অন্যান্য বছরে যারা এ হাটের দায়িত্বে থাকে তাদেরকে বাদ দিয়ে এ বছর সাবেক পৌর প্রশাসক আলহাজ¦ আবদুল মতিন প্রধানকে দায়িত্ব দেয়া হয়। আলহাজ¦ আবদুল মতিন প্রধান দায়িত্ব নেয়ায় এ হাট থেকে লুট পাটের কোন আশংকা না থাকায় নির্বিঘেœ কাজ করছে শেয়ার হোল্ডাররা। গতকাল বুধবার ওমরপুরের এ হাটে গেলে একাধিক শেয়ার হোল্ডাররা জানায়, এ বছর হাট থেকে ভালো কিছু আশা করা যায়। কারণ এক টাকাও লুটের কোন আশংকা নেই। আবদুল মতিন প্রধান নিজেই উপস্থিত থেকে হাটের তদারকি করছে। বাজে কোন খরচ নেই, নেই কোন উৎপাত। হাটের শেয়ার হোল্ডাররা মনের আনন্দে হাটে যার যার দায়িত্ব পালন করে যাচ্ছে। হাটের দায়িত্বে আবদুল মতিন প্রধানের সাথে আরও রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান বেপারী, আওয়ামী লীগ নেতা রহিম, রমজান আলী, সামসুদ্দিন মুহুরী, হাজী ইব্রাহীম ও জাসদ নেতা মোঃ হাছান আলীসহ আরো অনেকে। হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। সাবেক পৌর প্রশাসক আলহাজ¦ আবদুল মতিন প্রধান জানায়, মাননীয় এমপি সাহেব আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সততার সাথে পালন করব। একজন শেয়ার হোল্ডারও যেন তার প্রাপ্য থেকে বঞ্চিত না হয় সে দিকে তৎপর রয়েছি। আমরা হাটের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে পাইকার ও ক্রেতাদেরকে সেবা দেয়ার চেষ্টা করছি। এসময় সাবেক পৌর প্রশাসক আবদুল মতিন প্রধান সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে এ দায়িত্ব আরও ভালোভাবে পালনে সহযোগিতা চেয়েছেন।
0 comments :
Post a Comment