মানব কল্যাণ পরিষদের উদ্যোগে কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

 মানব কল্যাণ পরিষদের উদ্যোগে কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

Decrease fontEnlarge font
News-mkp-photo শনিবার বিকেল ৪টায় মানব কল্যাণ পরিষদের উদ্যেগে নারায়ণগঞ্জের উত্তর হাজীগঞ্জ ও নতুন আইলপাড়া এলাকার কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। কাজী খাজা মামুন এর সহযোগিতায় কিশোরদের মাঝে ফুটবল,ক্রিকেটসহ বিভিন্ন প্রকারের খেলাধুলার সামগ্রী বিতরণ করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভুঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন স্বাধীন,যুগ্ম-মহাসচিব ইকবাল আহমেদ রিপন ও কার্যনির্বাহী সদস্য আমিরজান আরা বেগম। এছাড়া খেলাধুলা সামগ্রী গ্রহণ করেন মোঃ সুমন,আব্দুল হামিদ,মোঃ রিপন মোঃ শিপন,মোঃ আক্তার হোসেন,মাসুদ রানা প্রমুখ। ক্রীড়াসামগ্রী বিতরণের প্রাক্কালে আলোচনা পর্বে বক্তারা বলেন,একমাত্র ক্রীড়াচর্চাই সমাজ কলুষের ভয়ানক কবল থেকে রক্ষা করতে পারে। যারা খেলাধূলায় মত্ত থাকে তাদের সুন্দর এবং নিরাপদ জীবন যাপনের পথ সুগম হয়।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment