রোনালদোর নতুন প্রেমিকা
ইরিনা শায়েক পর্ব শেষ হয়েছে অনেক আগেই। ওই বিচ্ছেদের পর অনেকের নামই তালিকায় যুক্ত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেম আঙ্গিনায়। কিন্তু আসলটা এখনো জানা হয়নি। তবে সম্প্রতি মাদ্রিদের রাস্তায় রোনালদোকে দেখা গেছে এক নতুন প্রমীলার সঙ্গে৷ তারা এক রেস্তোরাঁ থেকে বেরোচ্ছিলেন হাত ধরাধরি করে। হাঁটছিলেন; খুব কাছাকাছি মুখ নিয়েও ভাব আদান-প্রদান করছিলেন। স্টার হলে যা হয়, অনেকেরই চোখ পড়েছিল তাদের ওপর। কেউ বা আবার ক্যামেরাও ক্লিক করেছিলেন। তবে পরিষ্কার ছবি পাওয়া যায়নি। দুধ সাদা শার্ট, কালো টাইতে রোনালদোকে ঝকঝকেই দেখাচ্ছিল৷ তার হাতে ছিল গাঢ় রঙের ব্লু ব্লেজার৷ তবে তার অপরিচিত সঙ্গিনীর নাম এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রোনালদোর জীবনে নববসন্ত আসন্ন। আর অচিরেই তা ফলাও করে ছাপা হবে রোনালদোর এই প্রেমিকার নাম।
0 comments :
Post a Comment