গোদনাইলে তেল চোর ইকবালের ট্যাংকলরী চাপায় যুবক নিহত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় তেল চোরাকারবারী ডাকাত ইকবালের ট্যাংক লরীর চাপায় সুরুজ পাগলা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় মেঘনা ডিপু সংলগ্ন সড়কে মনিরের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ চরসিমুল পাড়া এলাকার আলী আহমদ সরদারের ছেলে।নিহতের স্বজনদের বিভিন্ন ভয় দেখিয়ে ডাকাত ইকবাল পুলিশ ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দিবার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে পাচার করা চোরাই ফার্নিস তেল নিয়ে ডাকাত ইকবালের ট্যাংকলরী (নারায়ণগঞ্জ ট-১১-০২৮৭) বেলা সাড়ে ১২ টায় মেঘনা ডিপুর উত্তর পাশের সড়ক দিয়ে আসার সময় মনিরের বাড়ীর সামনে পথচারী সুরুজ পাগলাকে চাপা দেয়। ট্যাংক লরীর চাপায় সুরুজ পাগল ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার সাথে সাথেই ডিপুর আশপাশ এলাকায় অবস্থনকারী ডাকাত ইকবাল তার ট্যাংকলরী চালক হারুন ও হেলপার জাহিদকে পালিয়ে যেতে সহায়তা করে। ট্যাংকলরী নিয়ে চালক পালিয়ে যাওয়ার পর ইকবাল অস্বীকার করে দুর্ঘটনাটি তার গাড়ি ঘটায়নি। প্রত্যক্ষদর্শীদের চাপে দু,ঘন্টা পর স্বীকার করলেও ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করে। র্যাব ও পুলিশের সোর্স এসও এলাকার আশরাফকে সাথে নিয়ে ইকবাল প্রথমে নিহতের বাড়ীতে গিয়ে তার স্বজনদেরকে বিভিন্ন হুমকি দেয় ঘটনা রফাদফা করার জন্য। ভয়ভিত্তি দেখিয়ে রাজি করিয়ে নিহতের পিতা আলী আহমদ সরদারকে সাথে নিয়ে ডাকাত ইকবাল ও সোর্স আশরাফ থানায় ছুটে যায়। দুর্ঘটনা উল্লেখ করে পুলিশ ম্যানেজ করে নিহতের পিতার কোন অভিযোগ নেই মর্মে আবেদন করিয়ে বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল
মেঘনা ডিপুর জ্বালানি তেল চোরাকারবারী। গত রোবার রাতে নদীর পাড়ে ইকবালের গাড়িটেতে চোরাই ফার্নিস লোড হয়। এসময় চালক হারুন মদ পান করছিল। সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। স্থানীয় এক যুবলীগ নেতার শেল্টারে ডাকাত ইকবাল দীর্ঘদিন ধরেই চোরাই তেলের ব্যবসা করছে। তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এ বাহিনীকে এলাকার সাধারণ মানুষ ভয় পায়। তাই তারা যে কোন অপকর্ম করলেও কেহ প্রতিবাদ করেনা।

0 comments :
Post a Comment