নিরাপদ সড়ক
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
পথ যেন হয় শান্তির
মৃত্যুর যেন নাহি হয়,
ভয় নাহি, নাহি ভয়
শান্তি যাদের লক্ষ্য হয়।
তাদের নাই, নাই পরাজয়
যারা শান্তির কথা কয়,
ভয় নাহি, নাহি ভয়
যারা সত্য পথের পথিক হয়।
মিথ্যার ক্ষয়, সত্যের বিজয়
মোরা কারো করি না ভয়,
আমাদের চাওয়া বিশ্বময়
সড়ক যেন নিরাপদ হয়।
0 comments :
Post a Comment