চিনের সংসদে আইন পাস ১৪ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে সেক্স করলেই হবে ফাঁসির সাজা

চিনের সংসদে আইন পাস  ১৪ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে সেক্স করলেই হবে ফাঁসির সাজা

চিনের সংসদে আইন পাস  ১৪ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে সেক্স করলেই হবে ফাঁসির সাজা
ওয়েব ডেস্ক: ১৪ বছরের কমবয়সী কোনও দেহব্যবসায়ীর সঙ্গে যৌনতায় লিপ্ত হলে, অভিযুক্তর ১৫ বছরের জেল হবে, এমনকি হতে পারে ফাঁসিও। চিনের সংসদে দীর্ঘ বিতর্কের পর পাস হল এই আইন। যদিও ১৯৯৭ সালে চিনের ক্রিমিনাল আইনেই এই আইনের কথা নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু আইন বিশেষজ্ঞদের দীর্ঘ তরজা, যুক্তি, পাল্টা যুক্তির কাছে থমকে ছিল দোষীদের সাজার বিষয়টি। অনেকের মত ছিল, এই ধরনের ঘটনায় কেউই দোষী নন, যেহেতু কমবয়সী দেহব্যবসায়ীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করছেন তাই তাদের সঙ্গে সেক্স করা কোনও অপরাধ নয়।
এই যুক্তিতেই ২০০৮ সালে ১৪ বছরের কমবয়সী যৌনকর্মীর সঙ্গে সেক্স করে ১৫ দিন জেল খাটেন লু ইয়ুমিন নামের ব্যাক্তি। কোনও রকম সর্বোচ্চ শাস্তির বদলে ৭৮০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন লু ইয়ুমিন। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হতেই চিনের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যার জেরে প্রশাসন  লু ইয়ুমিনকে ১০ বছরের জন্য জেলের সাজা দেয়।
চিনের আইনি বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, " কমবয়সীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়াকে ধর্ষণ হিসেবেই মেনে নেওয়া উচিত। এটা জানার দরকার নেই, মেয়েটি কি করে অথবা তাঁর পেশা কি?" এই আইনের ওপর পাকাপাকি শিলমোহর দেবে চিন প্রশাসন।   

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment