মিনায় হজের সময় প্রাণহানির ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মোহন কুমার মন্ডল ও শওকত গাজী। মোহন কুমার বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলায় শ্যামনগরের মুনসুর সরদারের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার না করতে সুপারিশ করায় শওকত গাজী নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, মোহন কুমারমন্ডল তার ফেসবুক স্ট্যাটাসে সৌদি আরবের মিনায় হজের সময় প্রাণহানির ঘটনা নিয়ে স্ট্যাটাস লেখেন। তার ওই স্ট্যাটাসের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ এনে থানায় একটি মামলা করা হয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে পুলিশ
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment