অদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন ডাকাতি মামলার তিন আর্মড পুলিশ
প্রতিবেদক : আর্মড পুলিশ ব্যাটলিয়ানের তিন সদস্য সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক শাহ আলম ও কনস্টেবল রাজা বাবু। ৭ সেপ্টেম্বর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুমিল্লার ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছ থেকে চারটি মোবাইল সেট, একশ’ গ্রাম স্বর্ণ ও দুই লাখ বিশ হাজার টাকা আসামিরা নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন মামলা করলে তাদেরকে আটক করা হয়। ডাকাতি মামলায় আর্মড পুলিশ ব্যাটলিয়ানের তিন সদস্য অদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বুধবার তাদের আদালতে হাজির করে জবানবন্দী গ্রহণের জন্য আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন জবানবন্দী গ্রহণ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
0 comments :
Post a Comment