দুই হাজার টাকা করে দাম কমেছে স্যামসাংয়ের দুই স্মার্টফোনের

দুই হাজার টাকা করে দাম কমেছে স্যামসাংয়ের দুই স্মার্টফোনেরস্যামসাং গ্যালাক্সি জে১ এবং কোর প্রাইম স্মার্টফোন দুটির দাম দুই হাজার টাকা করে কমিয়েছে স্যামসাং। আজ স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্যামসাং কোর প্রাইমের দাম আগে ছিল ১২ হাজার ৯৯০ টাকা তা এখন হবে ১০ হাজার ৯৯০ টাকা আর গ্যালাক্সি জে১ এর আগের দাম ১০ হাজার ৯৯০ টাকা থেকে এখন কমে হবে ৮ হাজার ৯৯০ টাকা। 
নতুন দাম প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহদী বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আমরা সবার হাতে ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ক্রেতাদের হাতে আরও সাশ্রয়ী দামে উন্নত স্মার্টফোন তুলে দেওয়ার জন্যই এই নতুন দাম নির্ধারণ।’ 
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, থ্রিজি উপযোগী স্মার্টফোন দুটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গ্যালাক্সি জে১ এ রয়েছে ডব্লিউভিজিএ পিএলএস প্রযুক্তির ৪ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে আর কোর প্রাইমে রয়েছে সাড়ে চার ইঞ্চি এলসিডি ডিসপ্লে। স্মার্টফোন দুটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা। বাজারে গ্যালাক্সি কোর প্রাইম পাওয়া যাচ্ছে ধূসর ও সাদা রঙে আর গ্যালাক্সি জে১ পাওয়া যাচ্ছে সাদা, কালো এবং নীল রঙে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment