সংসদ সদস্যরা কর দেন কিনা তা খতিয়ে দেখতে হবে’এনবিআরকে

সংসদ সদস্যরা কর দেন কিনা তা খতিয়ে দেখতে হবে’এনবিআরকে

সংসদ সদস্যরা কর দেন কিনা তা খতিয়ে দেখতে হবে’এনবিআরকে
জাতীয় সংসদের সব সদস্য নিয়মিত কর দেন কি না, সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটি এবং এনবিআরকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা।
আয়কর মেলায় করদাতাদের উৎসাহ দেখে তারা বলেছেন, শুধু কথায় দাবি না করে সংসদ সদস্যদের উচিত কর দিয়ে দেশপ্রেমের পরিচয় দেওয়া। 
৮ বছরের ধারাবাহিকতায় আয়কর মেলা এবারো উৎসবে পরিণত হয়েছে। ছুটির দিন হওয়ায় অফিসার্স ক্লাবে কর মেলা প্রাঙ্গণে করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 
আয়কর জমা, রিটার্ন দাখিল, করদাতা হতে নিবন্ধন সব সেবাই মিলছে এক জায়গায়। মেলায় আসেন সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডেও চেয়ারম্যান  মো. নজিবুর রহমান বলেন, সেবার মনোভাব নিয়ে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। যারা এই আয়কর মেলায় অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।  
জনগণকে কর দেওয়ার আহ্বানের সঙ্গে নিজেদের কর দেওয়ায় মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্যরা।
সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল এনবিআর চেয়াম্যানের কাছে প্রস্তাবনা রাখেন সংসদে ৩৫০ এমপি উপরে আলাদা সিস্টেমক চালু করেন। ওনারা ঠিক মতো কর দেন কি না। 
সারাদেশে কর মেলা সফল করতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগতও জানান সংসদ সদস্যরা।
মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। কর দিয়ে স্বনির্ভর হওয়ার গৌরব উপভোগের গল্প শোনান তিনি।
১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ মেলা ২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment