সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয় পুলিশের সোস কাজী আলমাছ প্রতারনা করে টাকা হাতিয়ে নেয় ! না দিলেই পুলিশ দিয়ে ধরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জে ১শ’পিছ ইয়াবাসহ আলÑ আলামিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গোদনাইল এনায়াতেনগর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে গোদনাইল এনায়াতেনগর এলাকার আব্দুল ওহাব এর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে আল Ñ আলামিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশী করে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে গ্রেপ্তারকৃত আলÑ আলামিন থানায় হাজত খানা ভিতর থেকে চিৎকার করে বলে ১০ হাজার টাকা চেয়ে ছিল আলমাছ ৫ হাজার টাকা দিয়েছি। বাকি ৫ হাজার টাকা না দেওয়ার কাজী আলমাছ আমাকে ধড়িয়ে দিয়েছে। আলমাছ এনায়েত নগর এলাকায় পুলিশের সোস গিরী করে। সে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন লোক জনের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়। না দিলেই পুলিশ দিয়ে ধরিয়ে দেয়।
0 comments :
Post a Comment